Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে মধ্যরাতে সাংবাদিককে কারাদণ্ড প্রদান: ফেইসবুকে নিন্দার ঝড়

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ৪:৩৭ পিএম

কুড়িগ্রামে মধ্যরাতে বাড়িতে ঢুকে একজন সাংবাদিককে ধরে নিয়ে গিয়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এক বছরের কারাদণ্ড দিয়েছে। মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানের কথা বলা হলেও শুক্রবার রাতের ওই অভিযানে একমাত্র সাংবাদিক আরিফুল ইসলাম ছাড়া আর কাউকে আটক করা বা সাজা দেয়া হয়নি। জেলা প্রশাসক ও প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে বেশ কয়েকটি অনুসন্ধানমুল প্রতিবেদন করায় তাকে এমনভাবে সাজা দেয়া হয়েছে বলে দাবি করেছেন ওই সাংবাদিকের পরিবার ও তার সহকর্মীরা।

ইতোমধ্যেই এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলা শহরে মানববন্ধন ও প্রতিবাদ হয়েছে। প্রশাসনে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে তিব্র নিন্দা, ক্ষোভ ও সমালোচনার ঝড়। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুক ওয়ালে লিখেছেন, ‘ডিসি'র পুকুরটা কত বড়? কত গভীর? চারপাশের জঞ্জাল কি পরিস্কার করা? পানি কেমন, ঘোলা? দেখতে ও নামতে কী লাগে?’

‘দেশজুড়ে সাংবাদিক নিধনের মহোৎসব চলছে....’ - মুস্তাফিজুর রহমান সুমনের মন্তব্য।

সাংবাদিকদের উদ্দেশ্য করে চৌধুরী হারুনুর রশিদ লিখেন, ‘সারাদেশের সকল পত্রিকা ও অনলাইনে এই জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন ও প্রশাসনের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হোক।’

‘শুধু সুলতানা ডিসি কেন? সকল জেলার ডিসিদের জেলা ভিত্তিক আমলনামা জেলার সাংবাদিকরা তুলে ধরুন।’ - মামুনুর রশিদের আহ্বান।

সাংবাদিক সমিরন রায় লিখেন, ‘কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন সাংবাদিক পেটানোয় খুটির জোর পেলো কোথায়? জানতে চাই। রাষ্ট্রের কাছে এই ডিসির বিচার চাই। সাংবাদিকরা রুখে দাঁড়াও।’

আক্তার হোসাইনের দাবি, ‘হোক ডিসি তাতে কী, কেউ আইনের উর্ধ্বে নন। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের বিচার করতেই হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ