মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের উহান থেকে উৎপত্তি লাভ করা করোনা ভাইরাসের প্রকোপ এখন একেবারেই কমে এসেছে। গতকাল শনিবার চীনে মাত্র ২০ জন নতুন করে করোনায় আক্রান্ত ও দশজন নিহত হয়েছেন। কিছুদিন আগে আক্রান্ত ও নিহতের সংখ্যার তুলনায় এটি একেবারেই সামান্য।
সম্পূর্ণ অজানা একটি ভাইরাসের হাজার হাজার লোক আক্রান্ত ও শত শত লোক নিহত হওয়া শুরু হলে দিশেহারা হয়ে পড়ে চীন। তাৎক্ষণিক হাসপাতাল নির্মাণ, শপিং মল, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হয়। সেখানে ভর্তি হয় হাজার হাজার করোনা রোগী। কিন্তু এত এত রোগীদের সঠিকভাবে চিকিৎসা প্রদান ও তাদেরকে সুস্থ করে ঘরে ফেরার জন্য রীতিমত যুদ্ধ করেছেন চিকিৎসক, নার্স এবং মেডিকেল স্টাফরা।
নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন তারা। তেমন অনেক ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। যে ছবি দেখে বিশ্ববাসীর হৃদয় কেঁদে উঠেছে। মাস্ক পরে থাকতে থাকতে মুখ বেকে যাওয়া, মুখে গভীর দাগ পড়ে গিয়েছে তাদের। ঠিকমতো ঘুম, খাওয়া হয়নি তবুও তারা এই অদেখা যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন।
শনিবার চীনের উহানের উচাংয়ের একটি অস্থায়ী হাসপাতালের এক চিকিৎসকের তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে। ডা. জিয়াং ওয়েনইয়াঙ একটি খালি বেডে শরীর এলিয়ে শুয়ে রয়েছেন। করোনায় আক্রান্তের সংখ্যা একেবারে কমে যাওয়ায় হাসপাতালটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল ছিল ডা. জিয়াং এর করোনায় দায়িত্ব পালনের শেষ রাত। কোনো রোগী না থাকায় এক বেডে এভাবেই শরীরটাকে এলিয়ে দেন ক্লান্ত জিয়াং।
দীর্ঘ সময় নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন তিনি। নিজের জীবনের পরোয়া না করে লড়েছেন করোনাভাইরাসের বিরুদ্ধে। এবার নিরবিচ্ছিন্নভাবে ঘুমাতে চান তিনি। তার এখন একটা ঘুম দরকার, লম্বা ঘুম। করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসক-নার্সদের লড়াই ও তাদের অবদানের বাস্তব চিত্রই ফুটে উঠেছে ডা. জিয়াং এর এই ছবিতে।
সূত্র: চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।