Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১১:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে পরীক্ষা করা হয়েছে। তাঁর এই পরীক্ষা নেগেটিভ হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের ফিজিশিয়ান।

শনিবার হোয়াইট হাউজের ফিজিশিয়ান শন কনলি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের যে পরীক্ষা হয়েছে, সেখানে নেগেটিভ রেজাল্ট এসেছে। তিনি বলেছেন, ব্রাজিলের প্রতিনিধির সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তিনি লক্ষণমুক্ত।

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেসসচিব ফাবিও ওয়ানগারটেনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে জানা যায় ফাবিও ওয়ানগারটেন করোনায় আক্রান্ত। কিন্তু ওই বৈঠকের পরেও ট্রাম্প সেলফ আইসোলেশনে যাননি। এ নিয়ে আলোচনা শুরু হলে হোয়াইট হাউজ থেকে পরীক্ষা করানোর কথা বলা হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৪ জন।

সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ