Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেশে আর কোনো করোনা আক্রান্ত রোগী নেই -আইইডিসিআর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ৩:০৪ পিএম

বাংলাদেশে আর কোনো করোনা আক্রান্ত রোগী নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শনিবার (১৪ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত তৃতীয় ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার শেষ ফলাফল ভালো এসেছে। তারপরও সম্পূর্ণ নিশ্চিত হতে ২৪ ঘণ্টা পরে আমরা আরও একটি পরীক্ষা করবো। সেই ফলাফল ভালো এলে বাংলাদেশে করোনা আক্রান্ত আর কোনো রোগী থাকবে না।

‘ইতালি ফেরত ১৪২ বাংলাদেশির শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আইইডিসিআর আনুষাঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করছে। এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ২৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করেছে। অন্তত নয় জনকে আইসোলেশনে ও চার জনকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে’ বলেন মীরজাদী ফ্লোরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইইডিসিআর

২৬ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ