পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন রোগীর মধ্যে ২ জনের পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আজ বুধবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হওয়া তিনজনের দু’জনের অবস্থা খুবই ভালো। পরীক্ষার মাধ্যমে নেগেটিভ এসেছে। বাকি একজনে অবস্থাও ভালো, তবে পরীক্ষায় পজিটিভ এসেছে।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা পর আবার পরীক্ষা করা হলে যদি নেগেটিভ আসে তাহলে দু’জনকে ছেড়ে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন হসপিটালে আটজনকে আইসোলেশন রাখা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।