মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) লেফটেন্যান্ট জেনারেল নাসের শা’বানির মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে আইআরজিসিতে কর্মরত থাকা এ ব্যক্তি শুক্রবার মারা যান।
নাসের শা’বানি গত ৩৭ বছর ধরে আইআরজিসি’র সদস্য ছিলেন। এছাড়া দেশটির অভিজাত সামরিক বাহিনী এলিট মিলিটারি ফোর্সের বেশ কয়েকটি উর্ধ্বতন পদ ও কমান্ডারেরও দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রাণঘাতী করোনাভাইরাসে এরইমধ্যে ইরানের বেশ কয়েকজন নামি নেতার মৃত্যু হয়েছে। বর্তমানে দেশটির সর্বোচ্চ নেতা আল খামেনির দু’জন ঘনিষ্ঠ সহযোগীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্রথম ডেপুটি ইস’হাক জাহাঙ্গিরি ও দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্যও করোনায় আক্রান্ত।
ইরান সরকারের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত দেশটির প্রায় ১১ হাজার ৩৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হওয়া ৩ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাদুর্ভাব দেখা দেয়। ধারণা করা হয় উহানের সামুদ্রিক প্রানীর একটি বাজার থেকে এ ভাইরাস ছড়িয়েছে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ১১৫টি দেশে ছড়িয়েছে এ ভাইরাস। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৪৫ হাজার ৬৩৪ জন। এ ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৩৬ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৭২ হাজার ৫২৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।