Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার জেরে শীর্ষ পাঁচ প্রযুক্তি সংস্থার বিপুল লোকসান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস মহামারী ঘিরে অনিশ্চয়তার মাত্রা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। বিশ্বব্যাপী টেক সংস্থাগুলো বাজারে মূলধন হারানোর ফলে ঝুঁকির মধ্যে পড়ে গেছে। সবচেয়ে বড় পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠান - অ্যামাজন, অ্যালফাবেট, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফ্ট সম্মিলিতভাবে প্রায় ৪২০ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা) ক্ষতির শিকার হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এই সংবাদ মাধ্যম সিএনবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রা বাজারে অ্যাপলের শেয়ারের দাম ৯.৮৮ শতাংশ এবং ফেসবুকের দাম ৯.৩০ শতাংস হ্রাস পেয়েছে। গুগলের মূল সংস্থা আলফাবেটের শেয়ার মূল্য ৮.২ শতাংশ এবং অ্যামাজন ও মাইক্রোসফ্টের শেয়ার মূল্য যথাক্রমে ৭.৯৮ ও ৯.৪৮ শতাংশ হ্রাস পেয়েছে। করোনভাইরাসের বিশ্বব্যপি প্রাদুর্ভাব ও আতঙ্কের কারণে অর্থনীতিতে প্রভাব পড়েছে। যার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে বিশ্বের প্রায় সব বড় প্রতিষ্ঠানই।

চলতি বছরের শুরু থেকেই এই পাঁচ সংস্থা তাদের শেয়ার মূল্য হারাতে শুরু করে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের বাজার মূল্য ২৪.৭ শতাংশ, গুগলের ১৭ শতাংশ কমেছে। অন্যদিকে, অ্যাপল এর বাজারমূল্য ১৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে। মাইক্রোসফ্ট এবং অ্যামাজনের বাজারমূল্য যথাক্রমে ১১.৮ এবং ৯.৩ শতাংশ হ্রাস পেয়েছে।

করোনার সংক্রমণের কারণে টেক সংস্থাগুলো তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক করার মতো নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটার তার সমস্ত কর্মচারীদের বাড়ি থেকে কাজ করা বাধ্যতামূলক করেছে। সংস্থাটি বলেছে যে, এটি অভূতপূর্ব সময়, এ জন্য অভূতপূর্ব পদক্ষেপ নিতে হবে। এমনকি গুগল এবং অ্যামাজনও কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করছে। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ