Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে নিথর ৬ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০০ এএম

সড়কে ঝরল ৬ প্রাণ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহের ভালুকা, নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, মাদারীপুর, ও চুয়াডাঙ্গা এলাকায় এ ঘটনাগুলো ঘটে। আহত হয়েছেন ১০ জন।
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকা পৌর সদরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার সকালে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক উপজেলার ধীতপুর গ্রামের সূর্জত আলীর ছেলে রতন ইসলাম (৪২)ও এক যাত্রী কুমিল্লার বুড়িচং উপজেলার আনোয়ার হোসেন (৪০)নিহত হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরে শিবচরে একটি যাত্রীবহী বাসের ধাক্কায় কাওসার ব্যাপারী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেমোড় এলাকার হালান ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ্চর এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে ঢাকা-খুলনা মহাসড়কটি পাড় হচ্ছিল কাওসার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বনফুল পরিবহন একটি যাত্রীবাহী বাস কাওসারকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কাওসারকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, রূপগঞ্জে মটর সাইকেল ও ইছারমাথা (ট্রাক্টর) মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল আরোহী তানভীর (১৬) নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তানভীর দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জামান মিয়ার ছেলে। নিহত তানভীর দেবই কাজিরবাগ মাদ্রাসার অষ্টম শ্রেনির ছাত্র।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি চাপায় গোপালদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের দু বারের নির্বাচিত কাউন্সিলর জয়নাল (৫০) নিহত হয়েছেন। গতকাল সকালে হাটতে বের হলে জালাকান্দি গোরস্তান এলাকায় একটি দ্রুতগামী একটি সিএনজির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। পৌর কাউন্সিল জয়নাল নিহতের ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত এবং দুইজন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় আলমডাঙ্গার নওদাপাড়া ও রোয়াকুলি নামক স্থানে পৃথক এ’দুটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আরজেত আলীর মেয়ে মোটর সাইকেল আরোহী মধুমালা (২৪) নিহত এবং আহত হন আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোটর সাইকেল চালক হাবিবুর রহমান। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের নওদাপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকর সাথে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মধুমালা নিহত হন এবং মোটর সাইকেল চালক হাবিবুর রহমান গুরুতর আহত হন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ