Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরাজ শরীফের দিনে ছুটি দাবিতে মানববন্ধন

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ঈদে মেরাজ শরীফকে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন
মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১১টায় মীরসরাই কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় মানববন্ধনে রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দীন, মাওলানা মুফতি আনোয়ার হোসেন, মাওলানা সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব প্রমুখ।
বিশ্ব সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, সমগ্র মানবমন্ডলীর জন্য আল্লাহর সম্পর্ক ও সংযোগের মূল ঠিকানা, আল্লাহর পক্ষ থেকে সকল গুণ, জ্ঞান, আলো ও দিশারমূল কেন্দ্র ও দোজাহানে জীবনের সর্ব কল্যাণের মূল উৎস নবী করীম (সা.) কে আল্লাহর স্থান ও কালের উর্ধ্বে তাঁর পরম সান্নিধ্যে সর্বোচ্চ নৈকট্যে উপনীত করে তাঁর প্রত্যক্ষ সাক্ষাত লাভ করাই হলো মেরাজ শরীফ। নেতৃবৃন্দ আরও বলেন, ২৬ শে রজব রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানায়। এ দিনে ছুটি ঘোষণা করলে এ মহান উপলক্ষকে তথা মেরাজ শরীফকে সম্মান প্রদর্শন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ