প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ মঞ্চায়িত হবে আবদুল্লাহ আল মামুন রচিত বহুল আলোচিত নাটক মেরাজ ফকিরের মা। নাটকটির নাম ভ‚মিকায় অভিনয় করবেন ফেরদৌসী মজুমদার। কোন এক সময়ের যাত্রা দলের অভিনেতা মোজাহের ভুলতে পারে না তার অতীত স্বভাব। তাই ৩৯ বছর পরও তার কথা ও চলনে থাকে যাত্রা পালার ডায়লগ ও গান। গাইতে থাকে নিশিথে যাইও ফুল বনে রে ভ্রমরা গানটি। নিজের স্ত্রী আলো বিবির সঙ্গে যাত্রাপালার ঢংয়ে কথাবার্তা দিয়েই শুরু হয় নাটকের গল্প। নাটকে উঠে এসেছে আজকের বাংলাদেশের ঘটমান কিছু বাস্তবতা। ধর্ম ব্যবসাকে পুঁজি করে, ধর্মের অপব্যাখ্যা করে এক শ্রেণীর স্বার্থলোভী অসৎ মানুষ অপচেষ্টা চালাচ্ছে দেশজুড়ে, তার চিত্রও উঠে এসেছে নাটকে। নাটকের অন্যান্য কুশীলবরা হলেন, রামেন্দু মজুমদার, ত্রপা মজুমদার, তোফা হোসেন, মজিবর রহমান জুয়েল, তানজুম আরা পল্লী, মারুফ কবির, সাইফ জোয়ারদার, আব্দুল কাদের প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনায়-হাসান আহমেদ, আলোক পরিকল্পনায়- ঠান্ডু রায়হান এবং আবহ সঙ্গীতে প্রদীপ কুমার নাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।