Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে কোনো করোনা রোগী নেই : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ভারতের পশ্চিমবঙ্গে কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রামিত কোনো রোগী নেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গণমাধ্যমে এসব কথা জানান মমতা। তিনি বলেন, সতর্ক থাকতে যাদের সন্দেহ হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের উপর নজরদারিও রয়েছে। কোন ভাবেই যাতে করোনা ভাইরাসের সংক্রমণ বাংলায় ছড়িয়ে না পড়ে সে জন্য সবাই সতর্ক। সেই সঙ্গে সতর্ক রয়েছে স্বাস্থ্য দফতর ও স্বাস্থ্য প্রশাসন। ঠাÐা আর কাশি নিয়ে তিন জন ভর্তি রয়েছেন, কিন্তু তাদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সংবাদ কর্মীদের লক্ষ্য রাখতে হবে। যাতে কেউ গুজব ছড়াতে না পারে। আর আমিও এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে বলেছি, যেন গুজবের কারণে রাজ্যের পরিস্থিতি নষ্ট না হয়। জানা যায়, এ পর্যন্ত ভারতে ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ বুধবার একজনের দেহে করোনা শনাক্ত করা হয়। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ