মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বময় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনা। প্রাণঘাতী এ ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্বের ১২৪টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭২ জনে।–সিএনএন।
বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬শ ৩৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩০০। আক্রান্তদের মধ্যে জাপানের ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপ ও চীন আসা মানুষের সংখ্যা ৭০। আর যুক্তরাষ্ট্রের ৪৩ অঙ্গরাজ্যে ১২০২ জন সংক্রমিত হয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্তদের এ তালিকায় এমন অনেকে রয়েছেন যাদের সংক্রমিত হওয়ার বিষয়ে চূড়ান্ত রিপোর্ট পাওয়া যায়নি।
বুধবার প্রাণঘাতী করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন ঘোষণা আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ থেকে আগত নাগরিকদের ওপর সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে না যুক্তরাজ্য।
একই ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি আরবও। এ দেশটিও ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আনে সৌদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।