Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাস: ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র ভ্রমণ স্থগিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১১:২৫ এএম

করোনা আতঙ্কে এবার ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের মধ্যে সকল ধরনের ভ্রমণ একমাসের জন্য স্থগিত করা হয়েছে। তবে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না যুক্তরাজ্য।
ইউরোপের দেশগুলোতে দ্রুত করোনা ছড়িয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বুধবার (১১ মার্চ) একটি টেলিভিশন ভাষণে তিনি বলেন, আগামী ৩০ দিনের জন্য সকল ধরনের ইউরোপ ভ্রমণ স্থগিত করা হলো। তবে প্রয়োজন থাকা সত্ত্বেও যুক্তরাজ্য থেকে ভ্রমণে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে না। যদিও যুক্তরাজ্যে ৪৬০ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার (১৩ মার্চ) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইউরোপের দেশগুলো থেকে নতুন করোনা আক্রান্ত কেউ যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে এজন্য এ নীতিমালা আরোপ করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ১৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন এর সংক্রমণে মারা গিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ