Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আক্রান্ত যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিই দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত প্রথম কোনও পার্লামেন্টারিয়ান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
গতকাল বুধবার বলা হয়েছে, নাদিন ডরিস-এর সংস্পর্শে আসা অন্যদেরও শনাক্ত করতে শুরু করেছে স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে গত ৫ মার্চ তার সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে এক অনুষ্ঠানে অংশ নেন দেশটির এই প্রভাবশালী মন্ত্রী। পার্লামেন্ট ও নিজ দফতরে একাধিক সরকারি বৈঠকেও অংশ নেন তিনি। ফলে স্বভাবতই তার সঙ্গে এসব বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদেরও সংক্রমণের আতঙ্ক তাড়া করে ফিরছে।
ডাটা সংগ্রহকারী ওয়েবসাইট ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে গতকাল পর্যন্ত এ ভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩৮৩। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ১৮ জন। সূত্র : বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ