মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা জো বাইডেন তার প্রতিদ্ব›দ্বী বার্নি স্যান্ডার্সের সমর্থন প্রত্যাশা করে মঙ্গলবার বলেছেন, নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে তারা একযোগে কাজ করতে পারেন। ডেমোক্রেটিক দলের মঙ্গলবারের ছয় প্রাইমারির প্রথম তিনটিতে এগিয়ে থাকা বাইডেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের দু’জনের উদ্দেশ্য অভিন্ন। তারা দু’জনই ট্রাম্পকে পরাজিত দেখতে চান। তাই এ ব্যাপারে তারা একত্রে কাজ করতে পারেন। তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম ও গভীর আবেগের জন্য আমি বার্নি স্যান্ডার্স ও তার সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। বাইডেন আরো বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাম্পকে পরাজিত করবো এবং এই দেশকে আমরা একত্রে এগিয়ে নেব। এএফপি এ খবর জানায়। রয়টার্সের অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেট দলীয় মনোনয়ন লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলছে একের পর এক অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়। নভেম্বরে হোয়াইট হাউস নির্বাচনে রিপাবিলকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাইডেন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। মঙ্গলবার ৬টি অঙ্গরাজ্যের ভোটাভুটির মধ্যে মিশিগানের প্রাইমারিতে জয় পেয়েছেন বাইডেন, এতে দলীয় প্রার্থীতার দৌঁড়ে মূল প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে তার ব্যবধান আরও বেড়েছে। এএফপি, রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।