বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্ধুকে হত্যার দায়ে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এ রায় ঘোষণা করেন। এসময় আসামি মো. ইউছুফ (২৮) আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় বন্ধু আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করে ইউছুফ। এ ঘটনায় নিহত আব্দুল্লাহর ভাই দেলোয়ার হোসেন ইউছুফকে আসামি করে এক মামলা দায়ের করেন। ঘটনার এক মাস পর পুলিশ ফেনী থেকে আসামিকে গ্রেফতার করে।
পরের বছর সেপ্টেম্বরে পুলিশ ইউছুফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আট বছর পর আদালত মামলার রায় ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।