মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জোরপূর্বক ক্ষমতায় বসার পর প্রথমবার মিয়ানমারের চার গণতন্ত্রপন্থীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সামরিক সরকার। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, সাবেক এমপি ফিও জেয়া থাও, লেখক ও কর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওর। গত জুনে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিলেন সামরিক আদালত। এ ঘটনায় নিন্দা জানিয়েছে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার - গণতন্ত্রপন্থী ব্যক্তিত্ব, সশস্ত্র জাতিগত গোষ্ঠীর প্রতিনিধি এবং এনএলডি সদস্যদের সমন্বয়ে গঠিত জোট। বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ডে আমরা অত্যন্তত মর্মাহত এবং দুঃখিত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়েছে, নৃশংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নির্দেশনা, ব্যবস্থা ও ষড়যন্ত্রের দায়ে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে তাদের কখন, কীভাবে মৃত্যুদণ্ড কার্যকর হলো তা স্পষ্ট করেনি জান্তা সরকার ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি। মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে ৫৩ বছর বয়সী কো জিমি রয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।