Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবরুদ্ধ একটি পরিবার

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

দাউদকান্দিতে এক পরিবারকে দেয়াল করে অবরুদ্ধ করে রাখার বিষয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলায় আউটবাগ গ্রামের অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মাস্টার তার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু ভূমিদস্যু রেনু সরকার ও আলমগীর হোসেন দেয়াল করে ঐ পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে। এলাকায় গণমান্য ব্যক্তিবর্গ বিচার করলেও রেনু সরকার বিচার মানছে না। ইতোপূর্বে তারা মতিন মাস্টারের ছেলে আলা আমিনকে রক্তারক্ত জখম করে।
এ ব্যাপারে মতিন মাস্টার ইনকিলাবকে জানান, রেনু সরকার ও তার ভগ্নিপতি কাসেম মাস্টার আমাকে নানাভাবে হয়রানি করছে। আমার বাড়ি ও জমি জালদলিল করে নেবার জন্য নানা কৌশল করছে এবং আমাকে এবং আমার পরিবারকে প্রানণাশের হুমকি দিচ্ছে। আমার পৈত্তিক সম্পত্তিতে বসবাস ও ভূমিদস্যু রেনু মিয়ার হাত থেকে বাঁচার জন্য প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ