Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বাধীনতা দিবস ডিউবল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৮:২৪ পিএম

মুজিববর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে াংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশন। টুর্নামেন্টের সঙ্গে র‌্যালির আয়োজন করেছে তারা। মঙ্গলবার সকালে প্রায় শ’খানেক খেলোয়াড় ও কর্মকর্তাদের অংশগ্রহনে মুজিববর্ষের বিশেষ র‌্যালি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালিতে ডিউবলের উপদেষ্টা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম, ডিউবলের সাধারণ সম্পাদক বিএম সহিদুজ্জামান ও কোষাধ্যক্ষ দ্বীন ইসলাম উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে স্বাধীনতা দিবস ডিউবল প্রতিযোগিতা শুরু হয়। এবারের আসরে পুরুষদের ছয়টি ও নারীদের চারটি দল অংশ নিচ্ছে। বুধবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ