Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিউবলে চ্যাম্পিয়ন আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১০:০৩ পিএম | আপডেট : ১০:০৮ পিএম, ১১ মার্চ, ২০১৯

নতুন খেলা ডিউবলের স্বাধীনতা দিবস টুর্নামেন্টে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সোমবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই টুর্নামেন্ট। বিকেলে টুর্নামেন্টের মহিলা বিভাগের ফাইনালে আনসার ২-০ গোলে আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ডিউবল দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনালে আনসার ৩-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো: মাসুদ করিম। এসময় বিশেষ অতিথি ছিলেন এনএসসি’র চেয়ারম্যানের একান্ত সচিব ও উপ-পরিচালক রশিদুজ্জামান সেরনিয়াবাত। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বি এম সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ মো: দীন ইসলাম ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। স্বাধীনতা দিবস ডিউবলের পুরুষ বিভাগে ৮ ও মহিলায় ৫টি সহ মোট ১৩টি দল অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ