মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাস বা কভিড-১৯ নিয়ে কড়া সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, করোনার মহামারি নিয়ন্ত্রণের সক্ষম হবে না ব্রিটেন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে মারা গেছেন ৫ জন। এর প্রেক্ষিতে অল্প সময়ের মধ্যে একটি ‘এডভাইস’ বা পরামর্শ ইস্যু করা হতে পারে বলে জানিয়েছেন ব্রিটেনের চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটি। সরকারের তরফ থেকে বলা হবে, যে কারো যদি ঠাÐা লাগে তাহলে তাকে এক সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব ি নয়ে ব্রিটেনের কোবরা ইমার্জেন্সি কমিটির বৈঠক হয়েছে। তাতে সভাপতিত্ব করেছেন বরিস জনসন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। সরকারি কর্মকর্তারা বলেছেন, করোনা সংক্রমণের কারণে অর্থনীতিতে মারাত্মক বিঘ্ন ঘটছে। ক্ষতি হচ্ছে বিপুল পরিমাণ অর্থের। তবে এটা করা হচ্ছে লাখ লাখ মানুষের জীবনকে বাঁচানোর জন্য। এ কারণে, যাদের খুব বেশি ঠাÐা লাগবে, গলা ব্যথা হবে, শুষ্ক কাশি হবে, জ্বর হবে, তাদেরকেই নিজে থেকে সাত দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনা নিয়ে কোবরা কমিটির জরুরি বৈঠকে যোগ দেয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের ভ‚মিকা নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, করোনা প্রাদুর্ভাব নিয়ে আমরা ‘নিয়ন্ত্রণ’ দশায় অবস্থান করছি। তবে আমরা লক্ষ্য রাখছি আমাদের চারপাশে বিশ্বে কোথায় কি ঘটছে। আমাদের বিজ্ঞানীরা মনে করেন যে, শুধু নিয়ন্ত্রণেই কাজ হবে না। করোনা ভাইরাস সংক্রমণ যে শুধু বৃটেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে আসবে এমন নয়, বিশ্বের আরো দেশের একই অবস্থা। এই সত্যটা লুকানোর কিছু নেই। তিনি বলেন, আমরা জানি কিভাবে এই ভাইরাসকে পরাজিত করতে হয়। অন্যদিকে চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটি বলেছেন, আমরা একটা সময়ের খুব কাছাকাছি চলে এসেছি, সম্ভবত আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে আমাদেরকে এমন একটি অবস্থায় যেতে হবে, যেখানে বলা হবে, যাদের হাল্কা শ্বাসকষ্ট আছে, জ্বর আছে তাদের উচিত ৭ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকা। সম্ভবত খুব তাড়াতাড়িই জনগণকে বাড়িতে বসে কাজ করার পরামর্শ দেয়া হতে পারে। ঝুঁকিতে থাকা মানুষ, বিশেষ করে বয়ষ্ক যেসব মানুষ দীর্ঘদিন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন, তাদেরকে সংক্রমিত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে অবস্থান করার আহŸান জানানো হবে। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।