মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প‚র্বাঞ্চলীয় দুটি গ্রামে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির সরকারি এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েতেঙ্গা প্রদেশের মালি সীমান্তবর্তী দিংগুলিয়া ও বার্গা গ্রামে হামলায় ৪৩ জন নিহত হয়েছে। রবিবারের ওই হামলার পর গ্রাম দুটিতে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ছয় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। পশ্চিম আফ্রিকার এই শহরটিতে বিগত বছরের মধ্যে এটি একটি ভয়াবহ হামলা। পরে গ্রামবাসীর নিরাপত্তায় সামরিক বাহিনী নামানো হয়। আহতদের পার্শ্ববর্তী কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিবৃতিতে কোনো দলকে দায়ী করা হয়নি এবং কেউ হামলার দায়ও স্বীকার করেনি। হামলার শিকার হওয়া গ্রাম দুটিতে ম‚লত নৃতাত্তিক ফুলানি পশুপালকদের বসবাস। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।