মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির হাজার হাজার সেনা কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন বলে খবরে বলা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ডেইলি এনকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে গত জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার ১৮০ জন সেনা মারা গেছেন। সেই সঙ্গে দেশটির তিন হাজার সাতশ সেনা কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন। এদিকে, দক্ষিণ কোরিয়া সরকারের ইয়নহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ১০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে এবং পরবর্তীতে এদের মধ্যে চার হাজার মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকার বলছে তাদের দেশে করোনাভাইরাস ছড়ায়নি। সোমবার দেশটির সরকার জানিয়েছে, আমাদের দেশে এখনো করোনার সংক্রমণ নেই। এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত বেড়ে ৪ হাজার। এছাড়া বিশ্বের ১১৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ডেইলি এনকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।