গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় মানহানির অভিযোগ তুলে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর থানায় এমপি সাইফুজ্জামান শেখর বাদী হয়ে এ মামলটি (নং-২০) করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি এ তথ্য জানান।
তিনি জানান, পাপিয়াকে নিয়ে বাদীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দৈনিক পত্রিকা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুকার ও ইউটিউবারও রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, পাপিয়ার সঙ্গে বেশ কয়েকজনকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তালিকা প্রকাশ, প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তথ্য ছড়ানোর অভিযোগে ৩২ জনকে আসামি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।