Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে এমপি শেখরের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৭:৩৪ পিএম

নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় মানহানির অভিযোগ তুলে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর থানায় এমপি সাইফুজ্জামান শেখর বাদী হয়ে এ মামলটি (নং-২০) করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি এ তথ্য জানান।
তিনি জানান, পাপিয়াকে নিয়ে বাদীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দৈনিক পত্রিকা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুকার ও ইউটিউবারও রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, পাপিয়ার সঙ্গে বেশ কয়েকজনকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তালিকা প্রকাশ, প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তথ্য ছড়ানোর অভিযোগে ৩২ জনকে আসামি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ