মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুমোদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মঙ্গলবার ভোটের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এই অনুমোদনের ফলে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। কূটনীতিকরা একথা জানান। খবর এএফপি’র।
এদিকে গত ২৯ ফেব্রুয়ারি তালেবানের সাথে করা চুক্তি অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী তাদের সৈন্য সরিয়ে নেয়া শুরু করেছে।
সোমবার কূটনীতিকরা জানান, চুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ভোটের আহ্বান জানানো হয়। এক সপ্তাহ আগে এ আলোচনা শুরু করা হয়।
কূটনীতিকরা এএফপি’কে বলেন, ইতোমধ্যে তিনবার সংশোধন করা সর্বশেষ এ খসড়ার ব্যাপারে চীন ওই প্রস্তাবে ‘আঞ্চলিক সহযোগিতার’ কথা তুলে ধরার অনুরোধ জানিয়েছে।
আফগানিস্তানে একের পর এক প্রাতিষ্ঠানিক সংকটের প্রেক্ষাপটে এ প্রস্তাব দেয়া হয়। বাসস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।