Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চেক ডিজঅনার মামলায় রসিক কাউন্সিলরের ছয় মাসের সাজা

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৬:৪৮ পিএম

চেক ডিজ অনার মামলায় রংপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরকে ৬ মাসের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাওনাদারের ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের যুগ্ম জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক এফএম হাউসানুল হক এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি আবুল কালাম আজাদ।
মামলা সূত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলু গত ২০১৬ সালে রংপুর নগরীর আশরতপুর চকবাজারের ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিনের কাছ থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকার ধার নেন। এর বিপরিতে কাউন্সিলর ফুলু ব্যবসায়ী মমিনকে ২০১৬ সালের ৩০ জুন ২ লক্ষ ৬০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। ব্যবাসায়ী মমিন ওই সালের ২৮ ডিসেম্বর ডাচ বাংলা ব্যাংক রংপুর শাখায় চেকটি জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরৎ দেন। পরবর্তীতেও চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হলে ধারকৃত টাকা ফেরত চেয়ে মমিনুল ইসলাম মমিন ২০১৭ সালের ফেব্র“য়ারি মাসের ৭ তারিখে কোতয়ালী থানা আমলী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ ৩ বছর মামল বিচারাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে মামলাটির রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। রায়ে কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ছয় মাসের কারাদন্ড এবং বাদীর পাওনা ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। বিচারের সময় আসামী ফজলে এলাহী ফুলু আদালতে উপস্থিত ছিলেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চেক ডিজঅনার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ