মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানের চলমান সংঘাত বন্ধে জরুরি আহ্বান জানিয়েছে। বিবিসির খবরে বলা হয়, এক বিবৃতিতে নিরপত্তা পরিষদ এই সংঘাতের তীব্র নিন্দা প্রকাশ এবং হতাহতদের জন্য শোক প্রকাশ করেছে। গত শুক্রবারে বিদ্রোহী দলগুলোর হামলায় অন্তত ২৭০ জন নিহত হয়েছেন। সংঘাত বন্ধ করতে অতিরিক্ত শান্তিরক্ষীবাহিনী মোতায়েনের কথা ভাবছে জাতিসংঘ। ভাইস-প্রেসিডেন্ট রিক মার্চারের অনুগত বাহিনী প্রেসিডেন্ট সালভা কিরের পক্ষে রাজধানী জুবায় অবস্থান নিয়েছে। মার্চারের একজন মুখপাত্র বিবিসিকে গত রোববার জানায়, তার দেশ আবারও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে। তবে তথ্য মন্ত্রী মিখায়েল মাকুয়ি লিউথ তা অস্বীকার করেছেন। গত শনিবার শান্তি শৃংখলা বজায় থাকলেও গত রোববার থেকে তা আবার মারাত্মক আকার ধারণ করে। জাতিসংঘ জানিয়েছে, চীনের শান্তিরক্ষী বাহিনীর সদস্যও ওই সংঘাতের কারণে নিহত হয়েছেন। ২০১৫ সালের শান্তির প্রক্রিয়াটি নষ্ট হয়ে গেলে সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুদানে সংঘাতের পরিমাণ বেড়েই চলছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।