Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সউদীর ১ কোটি ডলার দান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ২:১৭ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, গবেষণা ও ভ্যাকসিন আবিষ্কারে সহায়তার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য কোনো দেশের অনুদানের ঘোষণা এটাই প্রথম। গতকাল সোমবার (৯ মার্চ) রাতে সউদী আরবের প্রভাবশালী পত্রিকা উকাজ এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস হতে সুরক্ষাকল্পে আন্তর্জাতিকভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার’ আহ্বানে সউদী সরকার দ্রæত সাড়া দিয়েছে।
সউদী আরবের রাজকীয় অধিদফতরের উপদেষ্টা এবং বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আর-রাবীয়া বলেন, ‘গুরুত্বপূর্ণ এ অনুদান মানবসেবার প্রতি সউদী আরবের দায়বোধ থেকে করা হয়েছে। মানব সমাজে সৃষ্ট সমস্যার সমাধান কল্পে দেশটির সামর্থ্য ও অর্থকে কাজে লাগানোর বিষয়টি এর মাধ্যমে আবারও প্রতিফলিত হলো। তাছাড়া মানব সমস্যার সমাধানে জাতিসংঘ এবং তাদের অন্যান্য সহযোগী সংস্থার সমসহযোগী হয়ে কাজ করতে দেশটি বদ্ধপরিকর।’
এক বিবৃতিতে তিনি বলেন, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে কাজ করে যাচ্ছে সউদী আরব। জরুরি কার্যক্রম বাস্তবায়নে সহায়তা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এক কোটি ডলার অনুদান দিচ্ছে সউদী। এর মাধ্যমে এই ভাইরাসের প্রকোপ কমিয়ে আনা সহজ হবে এবং যেসব দেশের স্বাস্থ্য কাঠামো দুর্বল তাদের সহায়তা করা সম্ভব হবে। ওই বিবৃতিতে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্সের প্রশংসা করেছেন ড. আল রাবিয়াহ। তিনি এই কার্যক্রমকে সংকটময় পরিস্থিতিতে থাকা বিশ্বের মানুষের প্রতি মানবিক অবস্থান বলে উল্লেখ করেছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২৭ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে সবচেয়ে বেশি প্রকোপ ছড়িয়েছে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত ৭ হাজার ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩৭ জন।
এদিকে করোনার ওষুধ আবিষ্কারে সোয়া কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ফাউন্ডেশন। গোটা বিশ্বে করোনা প্রাণঘাতী আকার ধারণ করায় মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়েছে।
করোনায় আক্রান্ত রোগীদের ওষুধের জন্য এ অনুদান দেওয়া হচ্ছে। সেই সাথে করোনা শনাক্ত করে এমন যন্ত্র বিতরণে তহবিল দিয়ে সাহায্য করছে বিল গেটস ফাউন্ডেশন। সোয়া কোটি ডলারের মধ্যে ৫০ লাখ ডলার যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর অলাভজনক প্রতিষ্ঠান মাস্টারকার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ২৫ লাখ ডলার। এ পর্যন্ত সারা বিশ্বে ১ লাখ ১২ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। মরণঘাতী করোনায় প্রাণ হারিয়েছে প্রায় ৪ হাজার মানুষ।
এর আগে গেলো ফেব্রুয়ারীতে করোনাভাইরাস চীনে মারাত্বক অবস্থা ধারন করায় ১০ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলো বিল গেটস ফাউন্ডেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ