Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা সন্দেহে সউদী ফেরত দম্পতি হাসপাতালে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১১:৫৬ এএম | আপডেট : ১২:৫০ পিএম, ১০ মার্চ, ২০২০

করোনা ভাইরাসের উপসর্গ পাওয়ায় সউদী আরব থেকে আসা এক দম্পতিকে বিমানবন্দর থেকেই সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই দম্পতি। বিমানবন্দরে স্ক্যানার মেশিনে জ্বর ধরা পড়ায় সকালেই তাদের বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বলেন, করোনো সন্দেহে ওই দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (৯ মার্চ) ইতালি ও সিঙ্গাপুর ফেরত তিনজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রোববার (৮ মার্চ) দেশে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার তথ্য জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়। পরবর্তীসময়ে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানান স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ