মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চীনেই ৫০ হাজারের অধিক আক্রান্ত এখন ভাইরাস থেকে মুক্ত। ম্যাকাওতে সর্বশেষ আক্রান্ত ব্যক্তিটিও সুস্থ হয়ে উঠেছেন। ম্যাকাও এখন মুক্ত। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শুক্রবার ম্যাকাউয়ের সর্বশেষ ব্যক্তিটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। সর্বশেষ করোনা আক্রান্ত ৬৪ বছর বয়সী এক নারীকে হাসপাতাল থেকে ছাড় দেয়া হয়েছে বলে চীনা শাসিত অঞ্চলটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করে। ম্যাকাওতে ১০ ব্যক্তির মধ্যে কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। চীনের সঙ্গে যুক্ত এই অঞ্চলটি ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়। সেই সঙ্গে আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ম্যাকাউ স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর লেই চিন-ইয়ন বলেন, ‘ম্যাকাওতে এখন কোনো করোনা রোগী নেই, কোনো গুরুতর বিষয়ও নেই, কোনো মৃত্যু নেই, কোনো সংক্রমণের ঘটনাও নেই।’
এদিকে, ইরানে আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২ হাজার ১৩৪ জন। ইতালিতে সেরে উঠেছেন ৬২২ জন। জাপানে ৭৬ জন, হংকংয়ে ৫৯ জন, থাইল্যান্ডে ৩১ জন, মালয়েশিয়ায় ২৪ জন, জার্মানিতে ১৮ জন, যুক্তরাজ্যে ১৮ জন, ভিয়েতনামে ১৬ জন, তাইওয়ানে ১৫ জন, মিশরে ১২
জন। সাউথ চায়না মর্নিং পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।