রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রামে আমবাগান থেকে আব্দুল আওয়াল খলিফা (১৬) নামে এক কিশোর কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার আটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আওয়াল আটুয়া গ্রামের আহসান আলী খলিফার ছেলে। সে বনপাড়া মিশন মার্কেট এলাকায় একটি ফার্নিচার কারখানায় কাঠমিস্ত্রীর কাজ করত।
নিহতের স্বজনরা জানান, গত রোববার সন্ধ্যায় আব্দুল আওয়াল আটুয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। পরে গতকাল সোমবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে কিছুটা দূরে একটি আমবাগানে তার বিবস্ত্র লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। নিহতের লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে সব কিছু জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।