রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা
ঈশ্বরদী পৌর এলাকার বাজারসংলগ্ন প্রাণ কেন্দ্র হওয়ার পরেও অবহেলিত মহল্লা হচ্ছে আমবাগান। এখানে সামান্য বৃষ্টি হলেই খেলার মাঠ, রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। বাড়িতে বাড়িতে পানি ঢুকে ঘরে থাকা আসবাবপত্র নষ্ট হয়ে যায়। ভুক্তভোগীরা মনে করেন পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অবহেলায় এমনটা হয়ে থাকে। গতকাল শুক্রবার রাতে সামান্য বৃষ্টিতেই শহরের আমবাগান কলোনির রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে রাস্তা দেখে মনে হবে এটি একটি জলাশয় কিংবা দীঘি। পানি অপসারণের ব্যবস্থা না থাকায় পৌরসভার উদাসীনতায় সামান্য বৃষ্টিতে তা তলিয়ে যায়। তখন এভাবে পরিহিত কাপড় উঁচু করে হাঁটতে হয়। বৃষ্টিতে রাস্তা তলিয়ে যাওয়াতে সেখানে দুরন্ত ছেলেরা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আমবাগানের স্থায়ী বাসিন্দা আব্দুর রাজ্জাক, ইয়ামিন রহমান, সাকিবুল হাসান, আব্দুস সামাদ, শিউলী খাতুন ও জাহানারা বেগম বলেন, আমবাগানের প্রায় প্রতিটি বাড়ির পৌরকর পরিশোধ রয়েছে। নিয়মিত পৌরকর পরিশোধ করার পরেও আমরা পৌর নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, খেলার মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে যায়। নিয়মিত ডাস্টবিনের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীদের নাক-মুখ হাত দিয়ে চেপে চলাচল করতে হয়। বৃষ্টির পানিতে ডাস্টবিনের ময়লা-আবর্জনা রাস্তায় ভাসতে থাকে। প্রায় দিন রাতের বেলায় আমবাগানের পৌর লাইট পোস্টের লাইটগুলো জ্বলে না। বর্ষার দিনে রাতের বেলায় এলাকাবাসীর চলাচলে নানা সমস্যার সৃষ্টি হয়। মাছের আড়তের পাশের কলোনির বাসিন্দা, মাসুম, সামসুল, রকিব, মানিক ও মাহিম জানান, মরহুম আমিনুল বিশ্বাসের পুকুরের পানি আমাদের রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রবাহিত হয়ে থাকে। এর ফলে সারা মাসজুড়ে রাস্তায় পানি থাকে। এর থেকে পরিত্রাণ পেতে আমবাগানবাসী পত্রিকার মাধ্যমে পৌর মেয়র ও কাউন্সিলরদের সুনজর কামনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।