Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

আইএসপিআর | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০০ এএম

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সভানেত্রী ইয়াসমিন জামান সুচিন্তিত দিক নির্দেশনায় জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গতকাল আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এ দিন একই সময়ে এবং একই কর্মসূচীর আওতায় বাফওয়ার অন্যান্য আঞ্চলিক শাখায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে দিবসটি উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঢাকা এলাকায় বসবাসকারী বিমান বাহিনী সদস্যদের পত্নী এবং মহিলা কর্মকর্তা উপস্থিতিতে বিমান বাহিনী শাহীন হলে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উদ্যাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাফওয়ার সম্মানিত সভানেত্রী ইয়াসমিন জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বক্তা নারী দিবসের প্রতিপাদ্য উল্লেখপূর্বক আত্মমর্যাদাশীল নারী সমাজ গঠনে নারীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন অবস্থানে থেকে সংসার, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে নারীদের বিশেষ ভূমিকা ও অবদান তুলে ধরে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এছাড়াও, বিমান বাহিনী পরিবারে নারীরা কিভাবে সংসারের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে অবদান রেখে চলেছেন সে বিষয়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এ পর্বে তারা পরিবার ও কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা, অবস্থান ও কর্মধারা সকলের সামনে তুলে ধরেন।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ