বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে’ তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে উক্ত পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান। তবে অব্যাহতির কারণ সম্পর্কে ছাত্র উপদেষ্টা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুল শিক্ষক নুরুল হুদার সাময়িক বহিস্কার নিয়ে গত ২০ ফেব্রুয়ারি এক রিট আবেদনের পেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানসহ ১১ জনের বিরুদ্ধে হাইকোর্টে একটি নোটিশ আসে। এর প্রেক্ষিতে ভিসি আমাকে ডেকে বলেন, এই রিট তুমি করেছো। এটা প্রশাসন বিরোধী কাজ। তাই তুমি প্রশাসনে থাকতে পারো না। তোমার এখানে থাকার অধিকার নেই। শেষে আবার অভিযোগ করে বলেন, তুমি ঠিক মতো দায়িত্ব পালন করছো না। এরপর আমাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।