বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছুরকিাঘাতে শাহিনুর রহমান শেখ (১৮) নামে এক কলজেছাত্র নিহত হয়েছেন।
রোববার (২৯ মে) দুপুরে উপজেলার মাজড়া এম ইউ ফাজিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে। তিনি কাশিয়ানী এম এ খালকে কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহত শাহিনুরকে উদ্ধারকারী বন্ধু তাজুল ইসলাম বলেন, শাহিনুরকে কে বা কারা মারধর করবে বলে হুমকি দেয়। হুমকিদাতা শাহিনুরকে ঘটনাস্থলে যেতে বলে। আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি পাশের হরিন্যকান্দি গ্রামের মো. ইকলাসুর রহমানের ছেলে নাজিম শাহিনুরকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছে।
এসময় স্থানীয়দের সহযোগিতায় তাজুল তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খাদিজা শাহিন বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রেমঘটিত কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।