Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্রমণ কমবে গরমে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে কোভিড -১৯ বা করোনাভাইরাস আতঙ্ক। স¤প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানান যে, অতি গরমে এই ভাইরাসের বিস্তার অনেকটাই কমে যাবে বা ভাইরাস মরে যাবে। নতুন একটি সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে এই ভাইরাসের সংক্রমণ দ্রæত ছড়িয়ে পড়ে-এই ভাবনার ফাঁদে পড়া এড়ানো উচিত। সাধারণ ঠাÐা বা ইনফ্লুয়েঞ্জার জীবাণুগুলির মতোই এই ভাইরাস তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে ঠিক একইভাবে প্রতিক্রিয়া দেখাবে-সেটা না-ও ঘটতে পারে। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুয়ের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সমীক্ষাটি করেছেন। নভেল করোনভাইরাসটি ছড়িয়ে পড়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন প্রভাব ফেলবে কিনা-এটাই এই গবেষণার ম‚ল বিষয় ছিল। সমীক্ষা প্রতিবেদনটি গত মাসে প্রকাশিত হয়। তবে এটা নিয়ে এখনও পর্যালোচনা করা হয়নি। ওই গবেষণঅ প্রতিবেদনে সুপারিশ করা হয়েছিল যে, ভাইরাসেরে আচরণের প্রক্রিয়ার ওপর তাপমাত্রার গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রয়েছে। এতে বলা হয়েছে, কোভিড -১৯ এর সংক্রমণকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে তাপমাত্রা। ভাইরাস সংক্রমণের জন্য সর্বোত্তম তাপমাত্রার বিষয়টি থাকতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ