Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিউ ইয়র্কে জরুরি অবস্থা, সঙ্কটে ইতালি-ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ১২:০২ এএম

চীনের বাইরে নভেল করোনাভাইরাসের বিস্তারের মধ্যে ইরান ও ইতালিতে নতুন রোগী ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। এদিকে এক রাতের মধ্যে নতুন ২১ জনের দেহে এই ভাইরাস ধরা পড়ায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আর এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৯। শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ড. স্টিফেন হ্যান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। খবরে বলা হয়, নিউ ইয়র্কে এই রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে, তাদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি আছেন বলে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি নভেল করোনাভাইরাস মোকাবেলায় রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এদিকে ইরানে শনিবার নভেল করোনাভাইরাসে নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে, যাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে। এদিন এই ভাইরাস সংক্রমণে দ্বিতীয় একজন এমপিরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। ইরানে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ছয় হাজারে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপৌর শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ১৬ হাজারের বেশি মানুষের এখন পরীক্ষা চলছে। এদের বাইরে আরও এক হাজার ৬৬৯ জনের অসুস্থতার বিষয়টি ধরা পড়েছে। এদিকে ইউরোপে নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ২৩৩ জন ছাড়িয়েছে। আর শনিবার নতুন করে ১২০০ জনের এই ভাইরাস ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে। আক্রান্তদের মধ্যে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা নিকোলা জিঙ্গারেত্তিও রয়েছেন। ক্ষমতাসীন জোট শরিক মধ্য-বামপন্থি দল ডেমোক্রেটিক পার্টির নেতা জিঙ্গারেত্তি শনিবার এক ফেইসবুক পোস্টে বলেছেন, “আমি ভালো আছি। কিন্তু আগামী কয়েক দিন আমাকে বাড়িতে থাকতে হবে।” বিবিসি বলছে, করোনাভাইরাস সংক্রমণ রোধে ইতালি সরকার বেশ কয়েকটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া লোমবারডিসহ আরও ১১টি প্রদেশে মানুষের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা। এছাড়া এই রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় অবসরে যাওয়া চিকিৎসকদের আবার কাজে ফেরানোর ঘোষণা দিয়েছে তারা। নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ফ্রান্স (৯৪৯), জার্মানি (৭৯৫), স্পেন (৪৪১), যুক্তরাজ্য (২০৬) ও নেদারল্যান্ডসে (১৮৮)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের সান ফ্রান্সিসকো উপক‚লে আটকে পড়া প্রমোদ তরীর ২১ যাত্রীর দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। যাত্রী ও নাবিক মিলিয়ে ৩ হাজার ৫৩৩ জন মানুষ এখন ওই প্রমোদতরীতে আটকা আছেন। এদিকে মিশরের নীল নদে থাকা প্রমোদতরীর ৩৩ আরোহীর করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। ওই নৌযানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। বিবিসি, সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ