বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়ীতে চাপাতি ও মদসহ পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. বিপ্লবকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়েরের পর রবিবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতা পৌর এলাকার ধানাটা (কাঠিয়ারবাড়ি) গ্রামের মো. দুলালের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯.৩০টার দিকে নায়েক সুবেদার মির্জা রাশেদুল আলমের নেতৃত্বে র্যাব-১৪ ধানাটা (কাঠিয়ারবাড়ি) এলাকায় অভিযান চালায়। এ সময় মো. দুলালের ছেলে মো. বিপ্লবকে এক লিটার মদ ও একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করে র্যাব।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত বিপ্লবকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর জহুরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত বিপ্লব ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।’ বিষয়টি আংশিক অস্বীকার করে পৌর যুবলীগ সভাপতি সুরুজ্জামান সুরুজ বলেন, ‘বিপ্লব কিছুদিন আগে এ পদে ছিল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।