Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে ৩ জন করোনা রোগী শনাক্ত : আইইডিসিআর

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৪:৩৩ পিএম | আপডেট : ৪:৩৭ পিএম, ৮ মার্চ, ২০২০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এদের মধ্যে দুজন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এ তিনজন ছাড়াও আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্ত রোগীদের হাসপাতালে রেখে লক্ষণ-উপসর্গভিত্তিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। তারা বর্তমানে ভালো আছেন। এ মুহূর্তেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
তবে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি বলে উল্লেখ করেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ১৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশ্বব্যাপী ১০৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
শুধু চীনের মূল ভূখ-েই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৪ এবং মৃত্যু হয়েছে ৫০ জনের।
চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮৩ এবং মৃত্যু হয়েছে ২৩৩ জনের। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৫ হাজার ৮২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪৫ জন।
জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের ৬৯৬ যাত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ছয়জনের। জার্মানিতে এই ভাইরাসে ৮শ জন আক্রান্ত হয়েছে। ফ্রান্সে ৯৪৯ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৬ জন। জাপানে আক্রান্ত হয়েছে ৪৬১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
স্পেনে আক্রান্ত ৫২৫ এবং মৃত্যু হয়েছে ১০ জনের, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৪৩৮, মৃত্যু ১৯। সুইজারল্যান্ডে আক্রান্ত ২৬৮ এবং মারা গেছে ১ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ২০৯ মৃত্যু ২। ইরাকে আক্রান্ত ৫৪, মৃত্যু ৪। ভারতে ৩৪ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর প্রাণহানি ঘটেনি।

এছাড়া, সুইডেন আক্রান্ত ১৬১, সিঙ্গাপুরে ১৩৮, নেদারল্যান্ডসে আক্রান্ত ১২৮ এবং মৃত্যু ১, নরওয়েতে আক্রান্ত ১২৭, বেলজিয়ামে ১০৯, হংকংয়ে ১০৮, মালয়েশিয়ায় ৯৩, অস্ট্রিয়ায় ৮১, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৭৭, মৃত্যু ৩, বাহরাইনে ৮৫, কুয়েতে ৬১, কানাডায় ৬০, থাইল্যান্ডে ৫০ এবং মৃত্যু ১, তাইওয়ানে আক্রান্ত ৪৫ এবং মৃত্যু ১, গ্রিসে ৬৬, আমিরাতে ৪৫, আইসল্যান্ডে ৫০, সান মারিনোতে ২৬ জন আক্রান্ত এবং মৃত্যু ১, ডেনমার্কে আক্রান্ত ২৭, লেবাননে ২৮, ইসরাইলে ২৫, চেক রিপাবলিকে ২৬, আয়ারল্যান্ডে ১৯, আলজেরিয়াতে ১৯, মিসরে ৪৮ এবং ভিয়েতনামে ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে, ওমানে ১৬, ফিলিস্তিনে ১৯, মিসরে ১৫, ফিনল্যান্ডে ১৯, ব্রাজিলে ১৯, ইকুয়েডরে ১৪, পর্তুগালে ১৩, রাশিয়াতে ১৫, ক্রোয়েশিয়ায় ১২, কাতারে ১২, ম্যাকাউতে ১০, এস্তোনিয়ায় ১০, জর্জিয়ায় ১৩, রোমানিয়ায় ১৩, আর্জেন্টিনায় ৯, স্লোভেনিয়ায় ১২, আজারবাইজানে ৯, বেলারুশে ৬, মেক্সিকোতে ৭, পাকিস্তানে ৬, ফিলিপাইনে আক্রান্ত ৬ এবং মৃত্যু ১, সৌদি আরবে ৭, চিলিতে ৭, পোল্যান্ডে ৬, স্লোভাকিয়ায় ৩, পেরু ৬, ইন্দোনেশিয়ায় ৪, নিউজিল্যান্ডে ৫, সেনেগালে ৪ ও হাঙ্গেরিতে ৫ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া লুক্সেমবার্গে ৩, উত্তর মেসিডোনিয়ায় ৩, বসনিয়ায় ৩, ডোমিনিক প্রজাতন্ত্রে ২, মরক্কোতে ২, আফগানিস্তান ৪, কম্বোডিয়া ২, বুলগেরিয়া ২, ক্যামেরুন ২, মালদ্বীপ ২, দক্ষিণ আফ্রিকা ২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, আন্দোরা, আর্মেনিয়া, জর্ডান, লাটভিয়া, লিথুনিয়া, মোনাকো, নেপাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, তিউনিসিয়া, ইউক্রেন, ভুটান, কোস্টারিকা, ভ্যাটিকান সিটি, গিব্রালটার, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা এবং টোগোতে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।



 

Show all comments
  • Amir ৮ মার্চ, ২০২০, ৭:৩৭ পিএম says : 0
    করোনাভাইরাস থেকে রক্ষার জন্য:- হোমিওপাথিক মিশ্রন ব্যবহার করা যেতে পারে = ডাই লুশন ঔষধ -অ্যাকোনাইট ন্যাপ 30 + আর্সেনিক আল্ব ৩০ + ইনফ্লুয়েঞ্জিনাম ৩০ + ইউপাটোরিয়াম পার্ফ ৩০ (প্রত্যেকটি ঔষধের যে কোন নির্দিষট পরিমান) সমানভাবে মিশ্রিত করুন। প্রতিরোধের জন্য- প্রতি রবিবার ও বুধবার সকালে প্রাপ্ত বয়স্ক ঐ মিশ্রনের ২ ফোঁটা গ্রহন করুন (চাইল্ড ১ ফোঁটা) আশেপাশে ভাইরাসের ঝুকি থাকা পর্যন্ত । রোগ হয়ে পড়লে -২ফোঁটা দিনে ৩ বার গ্রহন করুন (প্রয়োজনে ২ফোঁটা প্রতি ঘন্টায় গ্রহন করা যেতে পারে, শিশু ১ ফোঁটা) ৫ দিন বা প্রয়োজনানুযায়ী না কমা পর্যন্ত (অবস্থার অপরিবর্তনে বা অবনতিতে অবশ্যই হাসপাতালে যেতে হবে) । ডাঃ মোঃ আমীর হোসেন ডি এইচ এম এস( ঢাকা); সি,ও,এইচ(কেসটেকিং,আ্যানালিসিস) ইংল্যান্ড); ডিপ-ইন-নিউট্রি( ইংল্যান্ড); বি,এসসি (অনার্স ); এম, এস সি (জিও)।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ৮ মার্চ, ২০২০, ১১:৫৭ পিএম says : 0
    আন্তর্জাতিক গন মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ মতামত পরামর্শ তাকলেও। আমাদের দেশের সরকারের দায়িত্ব প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। করোনা প্রবেশ করেছে দেশে সত‍্য দেশের মানুষের মাঝে ভয়ংকর ভাইরাসের ব‍্যপারে তেমন সচেতনতা সজাগ দৃষ্টি নেই। চীন সিঙ্গাপুর ইরানের ভয়াবহ ভয়ংকর কঠিন বিপদ হাজার হাজার মানুষের মৃত্যুর সংবাদ বিশ্বের উন্নত দেশ সহ অনেক দেশে করোনার ভাইরাসের অভিজ্ঞতাই। বাংলাদেশের ঘনতি সামাজিক সচেতনতা অভাব আত্বিয় পরায়ন জাতি চিকিৎসা সেবার মান প্রয়োজনীয় ঔষধের অভাব কি পরিস্হিথি হবে অর্থনৈতিক ভাবে সাধারণ জন মানুষের কষ্টের সিমা থাকবে না । রাষ্ট্রের সেনাবাহিনী যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ ব‍্যাক্তি জাতীয় গুরুত্বপূর্ণ বৈটক করনীয় আলোচনা। প্রিন্ট মিড়িয়া ইলেকট্রনিক মিড়িয়াই প্রতিবেদন সাংবাদিক সমাজের দায়িত্ব ডাক্তার পেশাজীবীরা সকলস্তরের দায়িত্ব পূর্ণ ভুমিকা প্রয়োজন। করোনা ভাইরাস আল্লাহর জমিনে আমাদের কৃতকর্মের গজব আজাব অতিক্ষুদ্র আজাবে দিশাহারা শরাশক্তি চীন। অর্থনীতি লন্ডবন্ড হওয়ার পথে। হাজার হাজারো মানুষের করুন বিভিষিকাময় মৃত্যু বিজ্ঞানের কোন অস্ত্র কাজে আসছে না। আমাদের মত দেশে এই ভয়াবহতা হলে কি পরিস্হিথি হবে। আল্লাহ্ জানে। আল্লাহ্ আপনি রাহমানির রাহিম দয়ালু আমাদের ক্ষমা করুন। বাংলাদেশের সকল মানুষ কে আপনি হেফাজত করুন। আপনার দরবারে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আমিন আমিন।
    Total Reply(0) Reply
  • Md mohin ৯ মার্চ, ২০২০, ৬:০৬ এএম says : 0
    আল্লাহ আমাদের কে এই ভাইরাস থেকে সকল মুসলমান ভাই ও বোনদের কে হেফাজত করুন আমীন
    Total Reply(0) Reply
  • ময়না ৯ মার্চ, ২০২০, ৮:১২ পিএম says : 0
    অাল্লাহ অামাদের সবাইকে এই মরনব্যধি রোগ থেকে হেফাজত করুক,,অামিন সুম্মা অামিন
    Total Reply(0) Reply
  • ময়না ৯ মার্চ, ২০২০, ৮:১২ পিএম says : 0
    অাল্লাহ অামাদের সবাইকে এই মরনব্যধি রোগ থেকে হেফাজত করুক,,অামিন সুম্মা অামিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ