বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাত থেকে মেহেদির রঙ না মুছতেই হারিয়ে গেছেন রাজশাহীর নববধূ সুইটি খাতুন পূর্ণিমার (২০)। হাজার স্বপ্ন চোখে তলিয়ে গেছেন পদ্মার কালো জলের অতলে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর এলাকার পদ্মায় নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন ওই নববধূ। রোববার (৮ মার্চ) দ্বিতীয় দিনের মতো নববধূসহ তিনজনের লাশের সন্ধানে পদ্মায় নেমেছেন ডুবুবিরা।
এদিকে নববধূর লাশের আশায় পদ্মাপাড়ে অপেক্ষার প্রহর গুনছেন বর আসাদুজ্জামান রুমন (২৬)। একই নৌকার সহযাত্রী ছিলেন নতুন এই যুগল। নিখোঁজ স্বজনদের লাশের আশায় পদ্মাপাড়ে অপেক্ষা করছেন স্বজনরাও।
বিয়ের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা সেরে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফেরার পথে নৌকাডুবিতে তলিয়ে যান পূর্ণিমা। মর্মান্তিক এ দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে ফেরেন বর রুমন। জীবিত উঠে আসেন নারী ও শিশুসহ অন্তত ৩২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।