Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা, সুন্দরগঞ্জে স্বামীসহ দুইভাই গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:৪০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ গৃহবধুকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে স্বামীসহ দুই ভাইকে গ্রেফতার করেছে। রবিবার(৮ মার্চ) ভোর রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলেজ পাড়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলেজ পাড়ার অতুল চন্দ্র দেবনাথ ও তার স্ত্রী এক সন্তানের জননী পলী রানীর(২৫) গত কয়েকদিন থেকে দাম্পত্য ও পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার(৭ মার্চ) পলী রানীর সাথে তার স্বামী অতুল ও ভাসুর রতন ঝগড়া করে আতœহত্যার প্ররোচনা দিলে ওইদিন দুপুরে সবার অজান্তে পলী রানী শয়ন ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। এ ঘটনায় পলী রানীর বড় ভাই দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডিপুর কুটিপাড়া(তাতীপাড়া) গ্রামের মৃত অমিত্ব চন্দ্র দেবনাথের ছেলে পরেশ চন্দ্র দেবনাথ তার বোনকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ