Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা যুবক গ্রেফতার

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০০ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে পঞ্চম শ্রেণিপড়–য়া স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফজলুর রহমান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। ফজলু ওই এলাকার মৃত মুকবুল আহাম্মদের ছেলে। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার চরজগবন্ধু এলাকার চরলরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে (১৩) প্রতিবেশী ফজলুর রহমান বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো। গত রোববার রাতে ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ফজলু মুখ বেঁধে তাকে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকারে স্বজনরা ছুটে গিয়ে ফজলুকে ধরে ফেলে। পরে ফজলু কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে, ঘটনাটি জানাজানি হলে বিষয়টির সুষ্ঠু সমাধানের কথা বলে ফজলুর পরিবার ও স্থানীয় মাতুব্বররা টালবাহানা শুরু করে। নিরুপায় শুক্রবার সন্ধ্যায় ছাত্রীটি নিজেই বাদি হয়ে কমলনগর থানায় অভিযোগ দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ