রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ৫-৬ মার্চ পার্বতীপুর ডাকবাংলোতে পার্বতীপুরের এসএসসি ১৯৮৬-১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীদের ৫০ বছর পূতিতে পূণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে পার্বতীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশের উন্নয়নে অবদান রাখছেন।
অনুষ্ঠানটি সকাল ৯ টাকা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২ টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ মিথুন মুন্নী, ইয়ং স্টার ক্লাব পার্বতীপুর-এর সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা বারী রুকু, ১৯৮৬-১৯৮৭ সালের যারা এসএসসি পাশ করা এক ঝাঁক সফল মানুষ। যারা নিজ যোগ্যতায় সফলতার শিখরে অবস্থান করে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছেন। এ অনুষ্ঠানে ২৫০ জনের বেশি সফল মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বতীপুর ইয়াং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আয়োজক মামুনুর রশিদ মামুন, রফিকুল হাসান রাজু, গৌরাঙ্গ সরকার গোলাপ, কোষাধ্যক্ষ আর ওয়াদুদ বাবু, দিপংকর শাহ মানিক, সাংবাদিক এম এ জলিল সরকার প্রমুখ।
যত সময় পার হচ্ছিল ততসময় সতীর্থরা অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার কথা মনে ছিল না, কিন্তু উপায় নেই সবার ঘর সংসাতো আছে। আবারও অপেক্ষায় থাকতে হবে সেই দিনের আসায়। গতকাল শনিবার অনুষ্ঠান শেষে সতীর্থরা রাতে বিদায় বেলায় বলেন, আবার হবে দেখা আগামীর পুণমিলনী মেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।