Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাত প্রবাসী বাংলাদেশীদের সম্মানে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। গত মঙ্গলবার সন্ধ্যার পর কনস্যুলেট ভবনস্থ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।
কনস্যুলেটের লেবার কাউন্সিলার এ এস এম জাকির হোসেনের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও জাঁকজমকপূর্ণ। প্রবাসী শিল্পীদের পাশাপাশি বিশেষ আনন্দদানের গান পরিবেশন করেন রাষ্ট্রদূত ও কনস্যুল জেনারেল এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাগণও। এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহমেদ, ভাইস কনসাল মেহেদুল ইসলাম ও বিদায়ী কাউন্সিলর ড. শাহ্ মোহাম্মদ তানভির মনসুরসহ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ। দেশীয় আমেজ আর প্রবাসীদের উপস্থিতি পুরো অনুষ্ঠানটি যেন হয়ে ওঠে এক আনন্দঘন মুহূর্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ