ইবি ভিসির অফিসে তালা, অডিও ক্লিপ বাজিয়ে আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনায় তৃতীয় দিনেও ভিসি
‘২৩ এর ২৫ বন্ধু হয়ে থাকিস’ এ স্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ২৩তম ব্যাচের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন।
এ সময় উপ-উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিলেমিশে একটা পারিবারিক বন্ধন ও আবহ তৈরি করেছেন। এই বন্ধনের টানে দূর-দূরান্ত থেকে তাঁরা সকলেই ছুটে আসে ক্যাম্পাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে-বিদেশে যেখানেই যায়, সেখানেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম ও উৎসবের আহবায়ক কাজী জাকির হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দিনব্যাপী আয়োজিত আনন্দ আড্ডা, স্মৃতিচারণ, ক্যাম্প ফায়ার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।