Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্বর্ণ সিগারেটসহ ১১ বিমান যাত্রী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের প্রধান গেইটের বাইরে অভিযান চালিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ১১ যাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গ্রেফতার ১১ জন সংঘবদ্ধ আন্তজার্তিক চোরাচালান চক্রের সদস্য। তাদের পাসপোর্ট পরীক্ষা করে দেখা যায়, গত দুই বছরে তাদের কেউ সর্বোচ্চ ২৮ বার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আসা-যাওয়া করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এ অভিযান চালায় র‌্যাব। গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি স্বর্ণের বার, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, ২ লাখ ৭৭ হাজার ১৪০ পিস সিগারেট, ২৮টি ল্যাপটপ, ৪৪টি মোবাইল ফোন সেট, ১৪টি ডিজিটাল ক্যামেরাসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রাশিদুল করিম, সাজ্জাদ নুহাশ, আলী হোসেন, আব্দুল আজিম, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ নাজিম উদ্দিন, আবুল কালাম, সাহাবুদ্দিন, হারুন, মঞ্জুরুল আলম ও লিটন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ