Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের পুনর্নির্বাচিতের পথ বন্ধের আহবান

বাইডেনের সমর্থনে লড়াই থেকে সরে গেলেন ব্লুমবাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে অভিহিত করেছেন। তিনি বুধবার এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প মিথ্যা বলেন, সংবিধানের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই এবং তিনি শিশুদের ক্ষতি করেন। পেলোসি ডেমোক্র্যাটকদের প্রতি ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার পথ বন্ধ করার আহŸান জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আরো চার বছরের জন্য ট্রাম্পকে সহ্য করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত পেলোসি গত সপ্তাহে করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপের নিন্দা জানিয়েছিলেন। স¤প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণের অনুষ্ঠানে ন্যান্সি পেলোসি রীতি অনুযায়ী সৌজন্য দেখানোর জন্য করমর্দনের উদ্দেশ্যে ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে করমর্দন করেননি। এর প্রতিবাদে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেলোসি ক্যামেরার সামনে ওই ভাষণের অনুলীপি ছিঁড়ে ফেলেন। অপর এক খবরে বলা হয়, প্রচারণায় কোটি কোটি ডলার খরচ করেও সুপার টুইসডের প্রাইমারিতে বাজে ফল করা নিউ ইয়র্কের ধনকুবের মাইকেল বøুমবার্গ ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। প্রার্থিতার লড়াই থেকে সরে যাওয়ার পাশাপাশি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থনও দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।“ডেনাল্ড ট্রাম্পকে হারাতেই তিন মাস আগে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমেছিলাম আমি। আজও একই কারণেই সরে দাঁড়াচ্ছি,” বুধবার এক বিবৃতিতে বলেছেন নিউ ইয়র্কের সাবেক এ মেয়র। মনোনয়ন দৌড়ের প্রচারে কেবল জানুয়ারি পর্যন্তই তিনি ৪০ কোটি ডলারের বেশি খরচ করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মঙ্গলবারের আগ পর্যন্ত তার করা খরচের পরিমাণ এর কয়েকগুণও হতে পারে বলে অনুমান মার্কিন গণমাধ্যমগুলোর। সুপার টুইসডেতে বøুমবার্গ কেবল আমেরিকান সামওয়া অঙ্গরাজ্যের ককাসেই জিততে পেরেছেন। “আমি সবসময় বিশ্বাস করেছি, ট্রাম্পকে হারাতে সেই প্রার্থীর পেছনেই আমাদের একতাবদ্ধ হতে হবে, যার জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। সুপার টুইসডের পর এটা স্পষ্ট যে আমার বন্ধু, যুক্তরাষ্ট্রের অসাধারণ নাগরিক জো বাইডেনই এখন সেই কাক্সিক্ষত প্রার্থী,” বলেছেন বøুমবার্গ। মঙ্গলবারের প্রাইমারিগুলোতে ১০টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন। মাইনে এবং টেক্সাসের হাড্ডাহাড্ডি লড়াইতেও তিনি হারিয়েছেন বামঘেঁষা বার্নি স্যান্ডার্সকে। ৭৮ বছর বয়সী স্যান্ডার্স অবশ্য ক্যালিফোর্নিয়ায় জিতে তার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পেরেছেন। এর বাইরে কলোরাডো, ভারমন্ট এবং উটাহও তার পক্ষেই রায় দিয়েছে। ডেমোক্রেট মনোনয়ন দৌড়ে এ দুজনের বাইরে এখনও আছেন এলিজাবেথ ওয়ারেন ও তুলসি গ্যাবার্ড। প্রার্থীতার লড়াইয়ে থাকবেন কিনা, তা নিয়ে কয়েকদিনের মধ্যে ওয়ারেন তার ম‚ল্যায়ন জানাতে পারেন বলে তার প্রচার শিবিরের বেশ কয়েকটি স‚ত্র নিশ্চিত করেছে। জুলাইয়ে দলীয় কনভেনশনের আগেই প্রার্থীতা নিশ্চিত করতে মনোনয়ন দৌড়ে থাকা একজনকে অঙ্গরাজ্যগুলোর জন্য নির্ধারিত তিন হাজার ৯৭৯ ডেলিগেট বা প্রতিনিধির মধ্যে অন্তত এক হাজার ৯৯১টি নিশ্চিত করতে হবে। মঙ্গলবার পর্যন্ত ঘোষিত এক হাজার ২১৫ ডেলিগেটের মধ্যে বাইডেন ও স্যান্ডার্সের ব্যাগে ঢোকা ডেলিগেট সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৬৬ ও ৫০১-এ। ১০ মার্চ মিশিগান, ওয়াশিংটন স্টেট, আইডাহো, মিসিসিপি, মিজৌরি ও নর্থ ডাকোটার প্রাইমারিতে আরও ৩৫২ ডেলিগেটের ভাগ্য নির্ধারিত হবে। বিবিসি, পলিটিকো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেলোসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ