গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রমনা এলাকায় একটি বাসা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল কাদের চৌধুরীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকালের দিকে লাশটি উদ্ধার করা হয়। রমনা থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
ওই থানার এসআই ইউনুস জানান, স্থানীয়দের খবরে বুধবার সন্ধ্যায় রমনা বেইলি রোডে অবস্থিত বেলি স্কয়ার এক নম্বর ভবনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে আবদুল কাদের চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। ভেতর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে ওই ফ্ল্যাটের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পরে দরজা ভেঙে আবদুল কাদেরের গলিত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত আব্দুল কাদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। তিনি ওই সরকারি কোয়ার্টারে একাই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।