Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্দান্ত মুনরোয় দুইয়ে ইসলামাবাদ

পাকিস্তান সুপার লিগ টি-২০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:৪৫ এএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সতেরতম ম্যাচে লাহোর কালান্দার্সকে হারিয়ে পয়েন্ট টেবেলের দ্বিতীয়স্থানে উঠে এলো ইসলামাবাদ ইউনাইটেড। বুধবার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইসলামাবাদ ৭১ রানে হারায় লাহোরকে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলিন মুনরোর অপরাজিত ৫৯ বলে ৮৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ১৯৮ রান ইসলামাবাদ। মুনরো ছাড়াও ওপেনার লুক রঙ্কি ৩১ বলে ৪৮ ও কলিন ইনগ্রাম ১৯ বলে ২৯ রান করেন। লাহোরের মোহাম্মদ হাফিজ ১১ রান খরচায় পান ১টি উইকেট।

জবাবে জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৮.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় লাহোর। দলের উসমান খান শেনওয়ারি, বেন ডাঙ্ক ও সালমান বাট ছাড়া বাকি ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেননি। উসমান ১৪ বলে ৩০, ডাঙ্ক ১৫ বলে ২৫ ও সালমান ২৪ বলে ২১ রান করেন। রুম্মান রাইস ২৯ ও জাফর গওহর ৩১ রান খরচায় তুলে নেন ৩টি করে উইকেট। ইসলামাবাদের কলিন মুনরো ম্যাচ সেরা নির্বাচিত হন।

ইসলামাবাদ ইউনাইটেড সাত ম্যাচে তিনটি করে জয় ও হারে এবং বৃষ্টির কল্যাণে আরেক ম্যাচে এক পয়েন্ট পেয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে জায়গা পেল। পাঁচ ম্যাচে মাত্র এক জয় ও চার হারে ২ পয়েন্ট পাওয়া লাহোর কালান্দ্রার্সের জায়গা হলো ছয় দলের তালিকায় সবার শেষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিএসএল

২৯ জানুয়ারি, ২০২২
২৩ জানুয়ারি, ২০২২
১৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ