Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাঙ্কের খুনে ব্যাটিংয়েও তলানিতে লাহোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষোলতম ম্যাচে লাহোর কালান্দ্রার্সের কাছে হেরে তালিকার তিনে নেমে গেল কোয়েটা গ্লাডিয়েটর্স। গতপরশু রাতে গাদ্দাফি স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি ৩৭ রানে জিতে শীর্ষে উঠে গেছে লাহোর।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেন ডাঙ্ক ও সমিত প্যাটেলের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৯ রান তোলে লাহোর। ১০টি ছক্কায় ৪৩ বলে ডাঙ্ক খেলেন বিধ্বংসী ৯৩ রানের ইনিংস। প্যাটেল ৪০ বলে করেন ৭১ রান। কোয়েটার ডানহাতি পেসার বেন কাটিং ৩৬ রানে নেন ২ উইকেট। জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত খেলে ১৭২ রানে অলআউট হয়ে যায় কোয়েটা। কাটিং ২৭ বলে ৫৩ ও মোহাম্মদ নেওয়াজ ১৭ বলে ২৪ রান করেন। লাহোরের সালমান ইরশাদ ৩০ রানে ৪ এবং দিলবার হোসাইন ১১ রানে পান ২ উইকেট। লাহোর কালান্দ্রার্সের বেন ডাঙ্ক ম্যাচ সেরা নির্বাচিত হন।
ম্যাচ জিতলেও লাহোর পয়েন্ট টেবিলে সবার শেষেই রইল। চার ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট পাওয়ায় তালিকার ষষ্ঠস্থানে জায়গা হলো তাদের। অন্যদিকে এই হারে তৃতীয়স্থানে নেমে গেল কোয়েটা গ্লাডিয়েটর্স। ছয় ম্যাচে তিনটি করে জয় ও হারে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিএসএল

২৯ জানুয়ারি, ২০২২
২৩ জানুয়ারি, ২০২২
১৪ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ